এমসি কলেজের আইসিটি বিভাগের ২০১১ সালের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীরা বাড়তি ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন। এ দাবিতে গতকাল তারা অধ্যক্ষ ভবন ঘেরাও ও সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বাড়তি ফি প্রত্যাহার করা না হলে পরীক্ষা ও ফরম পূরণ না করার হুমকি দিয়েছেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, আইসিটি বিভাগের মাস্টার্স শেষ পর্বের ফরম পূরণে বেতন বাবদ অতিরিক্ত ২৪০০ টাকা ও ফি আরও ১০০ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। তারা আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ৭৫০ টাকা ব্যতীত তারা অতিরিক্ত কোনো টাকা দেবেন না। বাড়তি ফি ৫ এপ্রিলের মধ্যে প্রত্যাহার না করলে ওইদিনই আইসিটি বিভাগের টিউটোরিয়েল পরীক্ষা বর্জন করে পরীক্ষা হলের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ৬ এপ্রিল ফরম পূরণ বর্জন করে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার জানান, আগে এই প্রজেক্টটি সরকারের অধীনে ছিল। এখন সরকার কলেজ কর্তৃপক্ষের অধীনে দিয়ে দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি মাসে ২০০ টাকা ফি নির্ধারণও করে দিয়েছে। এ বিষয়টি আন্দোলনকারী শিক্ষার্থীদের বোঝানো যাচ্ছে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।