আমাদের ট্রেনিং এর নাম Summer School in Asian Language Processing । লিংক: http://panl10n.net/english/activity_16.htm এইখানে 10টি দেশ থেকে মোট 28 জন আসছে। তার মধ্যে 2 জন পাকেস্তানের। তাদেরকে আমরা গনায় ধরিনা। আমদেরকে একটা হটেলে রাখছে।
ছবির লিংক পাঠালাম: Click This Link সকাল 8টার সময় ক্লাস শুরু হয়। সকাল 7টায় নাস্তা দেয়। যে নাস্তা দেয় আমি খাইতে পারিনা। ব্রেড, ডিম, জেলি আর মাখন। ডিম তেলে ভাসে।
আমি মিষ্টি বেশি খাইতে পারিনা। তেলও না। মাঝে মাঝে বুটিও থাকে। একটুকু ভাল না। 10 দেশের মানুষের সাথে মিশতেছি, ব্যাপারটা জটিল।
অনেক বন্ধু হয়ছে। সবার কথা বলব। তবে এখন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।