আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতীর উদ্ভিদ, কয়েকটা আগাছার (উদ্ভিদ)সৌন্দর্য এবং গুণাগুন নিয়ে একটি ছবিব্লগ!!!!!

আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা । । ১. আকন্দ গাছ।

ছোট্টবেলায় গ্রামের রাস্তায় হাটতাম বাবার হাত ধরে। রাস্তার দুপাশে আকন্দ বন। ছিটকি গাছ, খোকশা গাছে টুনটুনি পাখির বাসা... নাম নাজানা বিভিন্ন প্রজাতীর উদ্ভিদ দেখেছি। আজ দেশে জনসংখা বাড়ার কারনে যেমনি আবাদী জমি নষ্ট করে গড়ে উঠছে কলকারখানা ও বসতবাড়ি তেমনি আর অক্ষত নেই পরিত্যক্ত ভিটে যেখানে অযত্নে গড়ে ওঠা উদ্ভিদের মত আগাছা ধংস হয়ে যাচ্ছে। কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম।

অনেক খোজাখুজি করে চোখে পড়লো কয়েকটি আগাছা শ্রেণীর গাছ!! দেরী না করে মোবাইল দিয়ে ছবি তুলে নিলাম। হয়তো আর বেশি দূরে নেই সেই দিন! যেদিন এইসব আগাছা উদ্ভিদ হারিয়ে যাবে আমাদের মাঝে থেকে!! সেদিন শুধু একটিই কথা মনে পড়বে...”এইসব আগাছাগুলিও আমাদের প্রকৃতির অংশ হয়ে ছিল...” ২. বুনো ঘাস ৩. বুনো ঘাস। কিছুটা জুম করে দেখুন কত সুন্দর নীল রঙের ফুল ফুটেছে!! ৪. আন্ঞ্চলিকভাবে এই গাছটিকে বলা হয় বেড়াটি গাছ। সাধারনত বেড়ার সাথে তরতর করে বেড়ে ওঠে। ৫. বেড়াটির আরেকটি ছবি।

৬. ছিটকি গাছ। ৭. লাল লাল পাতাগুলি!! এগুলি ফুল নয়!! ছিটকি গাছের নতুন পাতা। ৮. এটি এক প্রকার লতা জাতীয় গাছ। কোন প্রকার বেড়া বা গাছকে অবলম্বন করে উঠে যায় উপরের দিকে!! কেমুন সৌন্দর্য!!!!.. ৯. এটি একটি ঔষধি আগাছা টাইপের গাছ!! এর নাম তেলাকুচো গাছ। যে ফলটি দেখা যাচ্ছে সেই ফলের নাম তেলাকুচো।

শুনেছি ফলটি থেতলিয়ে চিনি দিয়ে পান করলে রক্ত আমাশয় ভালো হয় এবং তেলাকুচো গাছের পাতার রস ডায়াবেটিস রোগীদের জন্য ব্লাড সুগার কমানোর চমৎকার ঔষধ!!! ১০. মধুকুপি গাছ এবং ফুল। এই ফুলে রয়েছে মধু। ছবিটির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ব্লগার তাওহীদ ভাই যিনি ফেবুর লিন্কটা দিয়েছেন। কয়েকটি লতাজাতীয় ফুলগাছের ছবি ১১. অপরাজিতা...এই গাছটির নাম। কিছুদিন আগে বোনের বাসা ঢাকায় বেড়াতে গিয়েছিলাম।

হঠাৎ একটি বাড়িতে গাছটি চোখে পড়লো ব্যস! ছবি তুললাম এবং চারা সংগ্রহ করে এনে বাসায় লাগিয়েছি। ১২. বাগান বিলাস এই গাছটির নাম। ছবিটি তুলেছিলাম ঢাকা রংপুর মহাসড়কের পার্শে শেরপুরের ধনকুন্ডি নামক স্হানে অবস্হিত ফুডভিলেজ হোটেল থেকে। ১৩. এই গাছটির নাম জানিনা। ছবিটি তুলেছিলাম ঢাকা রংপুর মহাসড়কের পার্শে শেরপুরের ধনকুন্ডি নামক স্হানে অবস্হিত ফুডভিলেজ হোটেল থেকে।

১৪. মাধবীলতা.... (এই পোষ্টে সমস্ত ছবিগুলি আমার মোবাইলের ক্যমেরা দিয়ে তোলা। শুধুমাত্র ১৪ নং ছবিটি গুগল থেকে ধার করা এবং ১০নং ছবিটি ফেবুর একটি পেজের)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।