বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
অনেক দিন থেকে ভাবছিলাম দেশের প্রধান দু'টি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের ওয়েবপেজের পর্যালোচনা লিখব। সমস্যা হচ্ছে বিএনপি'র ওয়েবপেজটি গত ছয় মাস থেকেই নির্মাণাধীন। যার জন্য আমার লেখার পরিকল্পনাটা স্থগিত করে রাখতে হয়েছে। বিএনপি'র এখন হয়তো কোন ওয়েবপেজের দরকার নেই যখন রাজাকারদের সাথে জোট করে জনপ্রিয়তার শীর্ষে আছে। এ ছাড়া জামাত-শিবিরের জেহাদী ভাইরা এখন জাতীয়তাবাদীদের মাউথপীস হিসেবে অক্লান্তভাবে খেদমত করে যাচ্ছে।
আমার লেখার পরিকল্পনা ছিল দেশের প্রধান দু'টি রাজনৈতিক দল ইসু্যভিওিক আন্দোলনে রাজনৈতিক এডভোকেসীকে কিভাবে ব্যবহার করে তা তুলে ধরা। পশ্চিমের গনতান্ত্রিক দেশের রাজনৈতিক দলগুলোর ওয়েব পেজের সাথে এর একটি তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করা। আশা করি, আর কয় মাস পরে যখন বিএনপি'র ব্যস্ততা কমবে তখন হয়তো তারা তাদের দলের ওয়েবপেজটি পুনরুজ্জীবিত করবে। এব্যাপারে একটি বিস্তারিত পর্যালোচনা লেখার পরিকল্পনাটা আপাতত শিকেঁয় তুললাম।
(1) বিএনপি'র ওয়েবপেজ: http://www.bnpbd.com/
(2) আওয়ামী লীগের ওয়েবপেজ: http://www.albd.org/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।