যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
প্রাপ্তির জন্য সমবেদনার, সাহায্যের হাত বাড়ানোর জন্য যে আবেদন সেটা সামহোয়্যারের অন্যতম বড় প্রাপ্তি। কি কাকতালীয় শব্দের মিল!
প্রথমে প্রাপ্তির জন্য লেখা। সেই থেকে বিপুল সাড়া। তারপরে প্রাপ্তিকে ঘিরে সামহোয়্যারের সবার ভিতরে কি বিপুল একতা। সেই ফ্রানস, অস্ট্রেলিয়া, ইউকে, আমেরিকা, সিংগাপুর, বাংলাদেশ ... যে যেখানে ছিলো সবাই চেষ্টা করেছিলো প্রাপ্তির জন্য কিভাবে সাহায্য করা যায়।
চমৎকার সব উদ্যোগ।
মুদ্ধ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার।
এরপরে পেছনের কাজ চলেছে, চলেছে প্রাপ্তির জন্য ফান্ড সংগ্রহ। সেটাকে সাহায্য করার জন্য হাসিনভাই এক সময়ে প্রাপ্তির পোস্টটাকে প্রথম পেইজে সংযুক্ত করে দিলেন। খুব কৃতজ্ঞতা তার প্রতি।
সামহোয়্যারের মোটামুটি সবাই প্রাপ্তির ব্যাপারটা ততদিনে সম্পর্কে জানেন। এর ভিতরে প্রথম পৃষ্ঠার ঠিক উপর থেকে সেটাকে ডান পাশে স্টিক করা হলো।
আমি নিজে যেহেতু পোস্টটা লিখেছিলাম, তাই মাঝে মধ্যে আমার অস্বস্তি হতো এই ভেবে যে পোস্টটা কি ওখানে সবসময় এই যে থেকে যাচ্ছে এটা কি উচিত হচ্ছে কি না। আমি নিজেই ওটাকে সরিয়ে ফেলার অনুরোধ করবো ভাবছিলাম, কারন তখন ভেবেছিলাম সামহোয়্যারে এই যে আমরা যারা আছি সবাই মোটামুটি বিষয়টা জানি। প্রাপ্তি ততদিনে আমাদের হৃদয়ে পাকাপাকি স্থান করে নিয়েছে।
সুতরাং ব্যক্তিগত ভাবে আমার একটা পোস্ট ওভাবে ওখানে থাকবে, এটা নিজের কাছেই কেমন যেন লাগছিলো।
কিন্তু পরে যেটা দেখলাম যে প্রচুর নতুন ইউজার প্রতি সপ্তাহেই সাইন আপ করছে। তাদের জন্য অন্তত প্রাপ্তির ব্যাপারটা যাতে চোখে পড়ে সেই উদ্দেশ্য চিন্তা করলে পোস্টটা ওখানে থাকাটাই মঙ্গলজনক। আমার ব্যক্তিগত আন-ইজিভাবটা তখন ইগনোর করেছিলাম।
আমার অস্বস্তি লাগার চাইতে প্রাপ্তির যদি অল্প হলেও উপকার হয় তবে সেটা অনেক কাম্য।
পাগলা হাওয়া নামের ব্লগার হঠাৎ করে আজকে পোস্টটা করলো দেখেছি। প্রথমে আমি ততটা গুরুত্ব দিতে চাই নি, কারন আমার মাথার মধ্যে এটা ঘুরছিলো যে প্রাপ্তির ছবি বা লেখা প্রথম পাতা থেকে সরালে বা না সারালে খুব একটা উনিশ বিশ হবে না। প্রাপ্তি ইতিমধ্যেই সবার হৃদয়ে। ও সবার আপন হয়ে গেছে।
কিন্তু পরে সবার প্রতিক্রিয়া দেখে আমার আক্কেল গুড়ুম।
আবারও তীব্র ভালোবাসার জোয়ারে ভাসলো প্রাপ্তি। পাগলা হাওয়ার প্রতি সমবেদনাও থাকলো। বেচারা হয়তো প্রাপ্তির জন্য অন্যদের ভালোবাসাটা ওভারলুক করেছে অথবা ভেবেছে সামহোয়্যারে কেন অন্যরা জায়গা পাচ্ছে না। কেন শুধুই প্রাপ্তিকে নিয়ে সবার চিন্তা?
আসলে সামহোয়্যারে প্রাপ্তি খুব একটা ইউনিক ব্যাপার। সবাই যখন খুনশুটি, আড্ডা, সস্তা বিতর্ক নিয়ে ব্যস্ত তখন এরকম একটা মানবিক ব্যাপারে সবাই খুব নড়ে চড়ে বসেছিলো।
নি:সন্দেহে এটা অস্বীকার করার উপায় নেই বাংলাদেশে এই মুহুর্তে আরো শত শত প্রাপ্তি আছে। ঢাকায় আমার যে বাসা তার কয়েক মাইলের ভিতরে অনেক মানুষ আজ রাতে হয়তো না খেয়েই ঘুমাতে যাবে। পুরো বাংলাদেশে চিকিৎসার অভাবে আজ রাতে পৃথিবীর থেকে বিদায় নেবে অনেকেই হয়তো। তাদের কথা কেউ লিখবে না, তাদের কথা কেউ জানবে না। আফসোস, একই সাথে আমরা অসহায়।
কিন্তু যখন প্রাপ্তির ব্যাপারটা আমরা জেনেছি, ওকে দেখেছি তখন ওকে নিয়েই যে আমাদের ভালোবাসাটা ছোট্ট চারাগাছ থেকে বটবৃক্ষে পরিণত হবে এতে অবাক হওয়ার কিছু নেই। এটাই স্বাভাবিক।
প্রাপ্তির পোস্ট সরানো উচিত নাকি অনুচিত এই ভাবনায় নিরপেক্ষভাবে চিন্তা করলে, ইমোশনের উপাদানগুলো যদি বাদও দেই * (আমি নিজেও খুব ইমোশনাল মানুষ, তাই ব্যাপারটা জোর করেই করতে হচ্ছে)... তারপরেও আমার মনে হচ্ছে ওর পোস্টটা সরানো বোধ করি ঠিক হবে না। মূলত এখনও প্রতিদিন নুতন ব্লগার আসছেন এখানে সাইনআপ করে। তারা অন্তত প্রাপ্তির ব্যাপারটা দেখতে পাচ্ছে, সাহায্যের হাত বাড়ানোর সুযোগ থাকছে।
অন্তত এই কারনে প্রাপ্তির পোস্টটা রাখা উচিত।
দ্্বিতীয়ত: অচিরেই আমরা সামহোয়্যারের মাধ্যমে একটা সাহায্য তহবিল করতে চাই, যেখানে শুধু প্রাপ্তি নয়, নাম না জানা অন্য অসহায় বিপদগ্রস্থদের পাশে আমরা যেন অল্প করে হলেও সাহায্যের হাত বাড়াতে পারি, সেটার একটা পাকা ব্যবস্থা করা। সেই সময়টাতে হয়তো প্রাপ্তির ছবিটাকে মনোগ্রামে স্থান দিয়ে আমরা অন্য ধরনের একটা আবেদনমূলক পোস্ট রাখতে পারি প্রথম পাতায়।
প্রাপ্তিকে নিয়ে আপনাদের ভালোবাসা আমাকেও নতুন করে স্পর্শ করেছে। ওর জন্য আপনাদের যে আকাশ ছাড়ানো ভালোবাসা তার তুলনা নেই।
পাগলা হাওয়ার পোস্ট সেই ভালোবাসাটুকু আবার বুঝতে সাহায্য করেছে বলে আমি পাগলা হাওয়া আপনাকেও ধন্যবাদ জানাতে চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।