আমাদের কথা খুঁজে নিন

   

!!!রহস্যে ভরা এরিয়া-51!!!

www.nahidlink.com

আমাদের এই পৃথিবী হাজারো রহস্যে ভরা। আর এ পৃথিবীর একটি অংশ হচ্ছে এরিয়া-51। বর্তমান সময়ে পৃথিবীর সর্বাধিক গোপন এরিয়া বা এলাকা। অন্যভাবে বলা যায় পৃথিবীর টপ সিক্রেট এরিয়া। আমেরিকার নেভাদা মরুভূমির ভিতরে গভীর রহস্যময় এরিয়া 51।

এরিয়া -51 নিজেই একটি পরিপূর্ন সায়েনস ফিকশন। আমেরিকার লাস ভেগাস থেকে 160 কিলোমিটার উত্তরে সিয়েরা নেভাদা পাহাড়ের পাশে এই এলাকাটির অবস্থান। এখানে মাইলের পর মাইল শুধু বালির স্তর। সে বালিতে বাতাস খেলে যায়। ফলে দেখে মনে হয় যেন বালির গায়ে কেউ চিরুনী দিয়ে আচড়ে দিয়েছে।

বালিস্তরের ভাজে ভাজে লুকিয়ে আছে রহস্যের পর রহস্য। কোন মানুষ যদি এ এলাকায় ঢোকার চেষ্টা করতে চায় তাবে তাকে আটক করা হয় বা গুলি করে হত্যা করা হয়। এরিয়া-51 কে গোপনীয় রাখতে আমেরিকা তার মূল মানচিত্রে এ এলাকটি দেখায়নি। সীমান্তে নোটিশ ঝোলানো রয়েছে যে "কেউ ভিতরে ঢুকলে তাকে গুলি করা হবে। " কিন্তু কেন এই গোপনীয়তা? কি কারনে এ এলাকাটিকে মানচিত্রে দেখানো হয়নি???


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.