লিখতে চাই
যৌন মিলন ও অর্থ-সম্পওি ভোগের আশায় অনেক ছেলে ও মেয়েরা বাটপারী করে থাকে। বাটপারদের আছে বিভিন্ন কৌশল। আমি তাদের পাঁচটি কৌশল বর্ননা করছি যেন আমার ব্লগার ভাই ও বোনরা সতর্ক থাকতে পারে।
(১) বোকা সাজার ছলনা :
আপনি যে বিষয়ে দক্ষ ঠিক সেই বিষয়ে সে কিছুই বোঝে না , এই রকম একটা বোকা সাজার ছলনা বাটপার ব্যক্তিটি করবে এবং আপনার কাছে সাহায্য চাইবে উক্ত বিষয়টি নিয়ে , আর তখনই যে ভুলটা মানুষ করে তা হলো , হিরো সাজার জন্য চলে যায় তার কাছে , বোঝানোর চেষ্টা করে "আমি আনেক চালাক" , ব্যাস্ হয়ে গেলো বাটপার ব্যক্তিটির উদ্দেশ্য সফল , এভাবে আপনাকে তার কাছে টানতে থাকবে আর আপনিও পড়তে থাকবেন তার ফাঁদে কারন আপনি যত দ্রুত একটা বাটপারের কাছে যেতে থাকবেন তত সহজে সে আপনার মন ও দুর্বলতা বুঝে নিয়ে আপনার উপর তার কৌশল প্রয়োগ শুরু করবে।
(২) হানী ট্রাপ :
হানী ট্রাপ এর অর্থ হলো দৈহিক মিলন এর মাধ্যমে আপনার কাছ থেকে সার্থ হাসিল করা ।
এই কৌশল আপনার অর্থ-সম্পওি ভোগের আশায় বাটপাররা করে থাকে ।
(৩) চাকরির আশা দিয়ে প্রতারনা :
সবাই চায় নিজের পায়ে দাড়াতে আর তাই আনেকের দরকার হয় একটা ভালো চাকরির , আবার আনেকের পরিবারে আভাব থাকে তাদেরও দরকার হয় একটা ভালো চাকরির , এই প্রয়োজন কে কাজে লাগায় বাটপাররা , চাকরির লোভ দেখিয়ে , ইন্টারভিউ এর কথা বলে আপনাকে একবার জায়গা মত নিয়ে গেলেই ,, হয়ে গেলো আপনার সর্বনাশ । এই ধরনের ফাঁদ মেয়েদের জন্য বাটপাররা তৈরি করে থাকে।
(৪) ধনী ব্যক্তি সেজে বাটপারী :
অভাব গ্রস্থ মেয়েদের সামনে ধনী ব্যক্তি সেজে বিয়ের লোভ দেখিয়ে যৌন মিলনের ফাঁদ তৈরি করা ।
অথবা
ধনী ব্যক্তি সেজে আপনার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া , যেহেতু আপনি জানেন যে সে ধনী তখন আপনিও তাকে সাহায্য করবেন এই আশায় যে আপনার বিপদে সেও আপনাকে আর্থিক সাহায্য করবে ।
(৫) নেশা জাতীয় দ্রব্যের প্রয়োগ :
আপনার হাতে কোন কারন ছাড়াই নেশা জাতীয় দ্রব্যে তুলে দিলে আপনি তা সহজে গ্রহন নাও করতে পারেন আর সেই জন্যই বাটপাররা তৈরি করে নানা রকম পরিবেশ আপনাকে নেশাগ্রস্ত করার জন্য কারন আপনাকে নেশাগ্রস্ত করতে পারলে যৌন মিলন ও অর্থ সম্পওি উভয় সহজে ভোগ করা সম্ভব।
তাই খুব সতর্ক থাকুন , কার সাথে মেলামেশা করছেন তা বুঝে চলুন ,
মুসলমান ভাই ও বোনেরা প্রতিদিন দয়া করে সূরা আইতালকুরসি , নাস ও ফালাক পড়ুন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।