আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের গন্তব্য কোনদিকে???



বিদেশ থেকে এসেছি শুনলে পরিচিত জনেরা মন্তব্য করেন আমি নাকি দেশ ছেড়ে গিয়ে বেশ ভালো কাজ করেছি। এদেশে নাকি কোনো ভবিষ্যত নেই। টাকা নেই, সম্মান নেই, সুখ নেই, শান্তি নেই! আছে শুধু মানুষ, ধূলি-ময়লা, জ্যাম, মারামারি, কাটাকাটি, ইত্যাদি, ইত্যাদি!!!! আমি তাঁদের কোন কথাই অস্বীকার করিনা বা বলছিনা যে তাঁরা বাড়িয়ে বলছেন। কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গায়। তাঁদের কাছে আমার জিজ্ঞাসা, বলুন তো পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি? উত্তরে কেউ যদি বলেন চীন বা ভারত তবে ভুল বলছেন।

পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশটি হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ। এদেশের প্রতি বর্গ কি.মি. এ ১০৩২জন মানুষ বাস করেন যা ১০ কোটির উপর জনসংখ্যা আছে এমন দেশগুলোর মধ্যে সবার অনেক উপরে। এছাড়া ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে গণনায় ধরলে এদেশের অবস্থান ১২তম। আমাদের প্রতিবেশী দেশ ভারতের জনসংখ্যার ঘনত্ব ৩৮০ জন প্রতি বর্গ কি.মি. যা আমাদের চেয়ে অনেক কম। কিন্তু এই সংখ্যাগুলো আসল চিত্র দেখায়না।

প্রকৃত চিত্র হচ্ছে মানুষ গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে। বাংলাদেশের প্রধান ২টি শহর ঢাকা এবং চট্টগ্রাম এই শহরমুখী মানুষগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়াও প্রতিটি বিভাগের প্রধান শহরগুলোতেও মানুষের চাপ বাড়ছে। সপ্তাহখানেক আগে নিজ গ্রামে গিয়েছিলাম সন্ধ্যার সময়। গিয়ে মনে হলো আমি যেন ২০ বছর পিছিয়ে গিয়েছি।

গ্রামের রাস্তায় আগে যে সড়ক বাতিগুলো ছিলো তা আর নেই। পুরো গ্রাম শুনশান, নীরব। যে গ্রামে সন্ধ্যা হলেই বাচ্চাদের উচ্চস্বরে পড়ার শব্দ শোনা যেত, শোনা যেত পবিত্র কোরআন তেলাওয়াতের সুর সেই একই গ্রাম এখন প্রায় নিস্তব্ধ। এর কারণ জিজ্ঞাসা করতেই এক বয়োজ্যাষ্ঠ বললেন গ্রাম ছেড়ে জীবিকার তাগিদে মানুষের শহর বা বিদেশমুখী হওয়ার কথা। গ্রামে হাজার হাজার একর জমি অলস পড়ে থাকে।

এককালের জীবন্ত পুকুরগুলো আজ কচুরিপানায় ভর্তি। মানুষের এমন গ্রাম বিমুখীতার কারণ কি? কেনই বা সবাই ভাবছে গ্রামে কোন সম্ভাবনা নেই??? এর উত্তর খুব সম্ভবত একটাই! -গ্রামে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব। । কারণ, সরকারগুলোর গ্রামের প্রতি উদাসীনতা। দেখা গেছে, প্রতিটি অঞ্চলের নির্বাচিত সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকা ছেড়ে বড় শহরগুলোতে সাধারণত নিজ নিজ কর্মকান্ড চালান।

গ্রামে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তাঁদের খুব একটা মাথা ব্যাথা নেই। নিজ নির্বাচনী এলাকায় নিজ দলীয় চ্যালা-চামুন্ডাদের নিয়ে একটি কমিটি বানিয়ে তাঁরা তাঁদের দ্বায়িত্ব শেষ করেন। (......চলমান)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।