মানুষ আজ পশুর আদল
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
এক অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটি__অনেকটা সময় কেটে যায়!
কত ঘটনার প্রতিবেদন ছাপা হলো পত্রিকায় পাতায়__
তুমি কত ভালোবাসা বেসে উর্বর করলে আমার হাহাকার বুক
ভালোবাসার স্পর্শে লক লকে ঘাসগুলো ফুল হয়ে ফুটলো তোমার বুকে
কত দরজায় টোকা দিলাম__একজন আর্ত মানুষ
দুমুঠো মানবতার জন্য।
মানুষগুলো তবু পশুর আদল__মনে হয় বানরের পালাবদলে সত্যি আজ
দেখুন, রাষ্ট্র দেশ আর সমাজ
যে যেখানে পারে দিচ্ছে ঘাই
মনিবের অবাধ্যরা হচ্ছে ছাটাই
তোমার ভালোবাসায় আজ ভেজাল মেশানো__ফরমালিনযুক্ত
অর্থের এতটুকু টানাপোড়েনে ছিঁড়ে যায়__আর গর্ব করো ভালোবাসার।
এক নিশ্চিত গন্তব্যের পানে ছুটছি আমরা__আমাদের মানবতা বলে কিছু নেই
পশুদের মতোন সংক্ষিপ্ত সময়ের সঙ্গমে জন্মাই বলিষ্ঠ সেনা
বড় হয়ে মানুষের মুখোশ পড়ে হয় __লম্পট আমার বেগানা............
২২.০৯.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।