গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাক্তারের অবহেলায় গৃহবধূ সেলিনা বেগমের মৃত্যুর অভিযোগ ওঠেছে। হাসপাতালের গাইনি ওয়ার্ডে গতকাল সকালে তার মৃত্যু হয়। সেলিনা কোটালীপাড়ার হিরণ গ্রামের মজিবর রহমান খানের স্ত্রী। গর্ভকালীন জটিলতার জন্য ১৮ সেপ্টেম্বর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেলিনার স্বামী জানান, ১৩ অক্টোবর তার স্ত্রীর সম্ভাব্য প্রসবের দিন ছিল। গর্ভকালীন সমস্যার কারণে হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ রীনা রানী সাহার তত্ত্বাবধায়নে ভর্তি করা হয় তাকে। ভর্তির পর ওই ডাক্তার কিছু পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ লিখে দেন। এরপর বারবার তার কাছে সমস্যার কথা বলতে গেলে তিনি খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেন। ডা. রীনা রানী সাহা বলেন, 'আমার বিরুদ্ধে অবহেলার যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।' হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অসিত কুমার মলি্লক জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ওই ওয়ার্ডে দায়িত্বরতদের শোকজ করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।