তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের ক্লাবে থাকতে হলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে যুদ্ধাপরাধী- জামায়াত ও জঙ্গিদের ছাড়তে হবে। তিনি হয় জঙ্গিবাদ-জামায়াত ত্যাগ করবেন, নইলে রাজনীতি থেকে অবসর নেবেন। বিএনপির জন্য জামায়াত ত্যাগ করার বিকল্প নেই। গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, সংবিধান ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষে ও মিথ্যাচার-অপপ্রচারের বিরুদ্ধে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের সরকার বা বিরোধী দলের তল্পীবাহক হওয়ার দরকার নেই। আপনারা বাংলাদেশের পক্ষে নিরপেক্ষ হোন। গণতন্ত্র ও গণমাধ্যম বাঁচাতে হলে দেশকে জঙ্গিবাদ ও জামায়াত মুক্ত করতে হবে। ডিইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন ডিইউজের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ। সাধারণ সভার দ্বিতীয় পর্বে সংগঠনের ইউনিটগুলোর রিপোর্টসহ সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট উপস্থাপন করা হয়। সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে না পারায় দুঃখ প্রকাশ করে হাসানুল হক ইনু বলেন, এ ক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতায় আমি লজ্জিত। তবে রহস্য উদঘাটনে হাল ছাড়িনি। গণমাধ্যম ও রাজনীতির জন্য কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মিথ্যাচার বন্ধ করা। গণমাধ্যমে যারা মিথ্যাচারের সঙ্গে যুক্ত এবং জঙ্গিবাদের সঙ্গে যুক্তরা একই জায়গার লোক। এরা গণতন্ত্র ও রাজনীতির শত্রু। গণতন্ত্র ও গণমাধ্যম বাঁচাতে হলে দেশকে জঙ্গিবাদ ও জামায়াত মুক্ত করতে হবে। ইকবাল সোবহান চৌধুরী সংসদের প্রথম অধিবেশনেই সম্প্রচার নীতিমালা ও আইন পাস হবে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা জাতীয় সংবাদপত্র নীতিমালা ঘোষণার দাবি করছি। তিনি বন্ধ গণমাধ্যম চালুর দাবি জানিয়ে পাশাপাশি সাংবাদিকদের একটি অংশকে উদ্দেশ করে বলেন, বন্ধ গণমাধ্যম চালুর নামে আপনাদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করতে হবে। আজ নির্বাচন : ডিইউজের (একাংশের) দ্বিবার্ষিক নির্বাচন, ২০১৪-১৫-এর ভোট গ্রহণ আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (বেলা ১টা থেকে ২টা বিরতি) অনুষ্ঠিত হবে। নির্বাচনে সংগঠনের ১৯টি পদের জন্য ফারুক-শাবান ও আলতাফ মাহমুদ-কুদ্দুস আফ্রাদ পরিষদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া রয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী। আলতাফ মাহমুদ এবং ওমর ফারুক সভাপতি পদে আর শাবান মাহমুদ ও কুদ্দুস আফ্রাদ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ হাজার ৫০৬ জন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।