আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তায় গাছ ফেলে জামায়াতের বাধা অবরোধ, পুল

সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরাণবাড়িয়ায় অপারেশন চালিয়েছে পুলিশ-বিজিবির

সমন্বয়ে যৌথ বাহিনী। উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ আলমগীর হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দুই পুলিশ সদস্যের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনার পর অপারেশন চালানো হয়।

গতকাল সকাল সাড়ে ৭টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজাউল করিমের নেতৃত্বে ছয় প্লাটুন পুলিশ ও তিন প্লাটুন বিজিবি এ অভিযান শুরু করে। অভিযানের খবরে জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ও শতাধিক পটকা নিক্ষেপ করেন।

যৌথ বাহিনী পাল্টা এক রাউন্ড টিয়ার শেল ও ১০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এরা হলেন আশরাফুল (২৮), আবদুল গফ্ফার (৫৮), ছফেদ আলী (৪৫), রায়হান (২৮), মোস্তফা (২২), মহিউদ্দীন (৫৫) প্রমুখ।

মূল অভিযানের নেতৃত্ব দেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী ও ৩৮ বিজিবির অপারেশন অফিসার মেজর আনোয়ারুল মাজহার। দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চলে বলে জানান পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গির হোসেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.