আমাদের কথা খুঁজে নিন

   

আলেপ্পোয় সরকারি বাহিনীর অব্যাহত হামলায় নù

সিরিয়ার আলেপ্পোতে তৃতীয় দিনের মতো গতকালও সরকারি বাহিনীর হামলা অব্যাহত ছিল। হামলা জোরদারের অংশ হিসেবে গতকালও বোমা ও বিমান হামলা চালিয়েছে তারা। আর এই টানা হামলায় নিহত হয়েছেন ৯০ জন। জেনেভায় সিরিয়াবিষয়ক শান্তি আলোচনা অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর আসাদের অনুগত বাহিনী আলেপ্পোয় এ হামলা জোরদার করে। বিভিন্ন মানবাধিকার সংস্থা সরকারি বাহিনীর এই ধরনের বেপরোয়া বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মানবাধিকারবিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, শনিবার থেকে টানা তিন দিন দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোতে সরকারি বাহিনীর হামলায় ৯০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। নিহতদের মধ্যে ৩৩ জন বেসামরিক লোক রয়েছেন। এ ছাড়া শহরের আল-শার এলাকায় ব্যারল হামলায় নুসরাত ফ্রন্টের ১০ যোদ্ধা নিহত হন। পর্যবেক্ষণ সংস্থাটি আরও জানায়, তুরস্ক সীমান্তবর্তী আল-রাই শহরে হামলায় ২০ বিদ্রোহী আহত হয়। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.