আমাদের কথা খুঁজে নিন

   

ইংলাকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে চালের ওপর ভর্তুকি সংক্রান্ত একটি নীতির ব্যাপারে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হচ্ছে। গতকাল দেশটির জাতীয় দুর্নীতি বিরোধী কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, চাল সম্পর্কিত নীতি দুর্নীতিকে উৎসাহিত করবে এবং এতে আর্থিক ক্ষতি হবে বলে যে সংশয় প্রকাশ করা হয়েছিল তাতে কান দেননি ইংলাক। আর এতে দোষী প্রমাণ হলে তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি এ অভিযোগ শুনানির জন্য তাকে ডেকে পাঠানো হবে।

কৃষকদের জন্য সরকার চালের দাম প্রচলিত বাজার দরের চেয়ে বেশি নির্ধারণ সংক্রান্ত একটি বিতর্কিত নীতি গ্রহণ করে। আর এ নীতি সরকার বিরোধী বিক্ষোভ-কারীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। কৃষকরাও এ নীতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন। এটি প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকারের বিরুদ্ধে জনবিক্ষোভের আরেকটি উদাহরণ বলে উল্লেখ করেছেন সমালোচকরা। বিতর্কিত এ নীতির কারণে সরকারি কোষাগার শূন্য হয়েছে এবং প্রচুর পরিমাণ চালের মজুদ অবিক্রিত থেকে গেছে। এর ফলে কৃষকরা তাদের পাওনাও ঠিকমতো পাননি। এদিকে গতকাল সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে তিন জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.