গ্রাহকদের জন্য বিনামূল্যে আনলিমিটেড হোয়াটস অ্যাপ সুবিধা চালু করেছে সেলফোন অপারেটর বাংলালিংক। বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকদের জন্য এ ধরনের সুবিধা এটাই প্রথম। গত মঙ্গলবার বাণিজ্যিকভাবে শুরু হওয়া এই সুবিধা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলালিংক গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন বাংলালিংকের গণমাধ্যম মুখপাত্র আহসান রাজীব। রাজিব বলেন, সেলফোনে ফ্রি হোয়াটস অ্যাপ-সুবিধার আত্দপ্রকাশ ডাটা ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির নিরবছিন্ন প্রচেষ্টার আরেকটি বড় উদাহরণ। এই সুবিধা বাংলালিংকের ক্রমবর্ধমান ডাটা-সেবাকে আরও সমৃদ্ধ করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।