মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেঙ্ েকর্তব্যরত সেবিকার অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ করেছে নবজাতকের স্বজনরা। গতকাল দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই হাসপাতালের কর্তব্যরত সেবিকারা হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে বন্ধ করে দেন ও সব প্রকার সেবা কার্যক্রম বন্ধ রাখে। গাংনীর গোপালনগর গ্রামের রানা জানান, তার ছোট ভাইয়ের স্ত্রী রুমা খাতুনকে শুক্রবার গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেঙ্ েভর্তি করা হয়। নরমাল ডেলিভারির কথা বলে কর্তব্যরত সেবিকারা রোগীকে লেবার রুমে নিয়ে চেষ্টা করেন। ৩ ঘণ্টা পর রোগীর সিজার করে বাচ্চা প্রসবের কথা বলে সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে হাসপাতাল ত্যাগের মুহূর্তে মৃত বাচ্চা প্রসব করেন রোগী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।