আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ায় গণমুক্তিফৌজ প্রধান নিহত

কুষ্টিয়ার খোকসায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা ও বাহিনী প্রধান ফজলুর রহমান ফজু। উপজেলার উথুলিয়া ব্রিজের কাছে শনিবার রাতে এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, ভোররাতে ফজলু উথুলিয়া ব্রিজের কাছে দলবল নিয়ে বৈঠক করছিল। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে গেলে ফজলু ও তার লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হয় ফজলু।

এদিকে সুন্দরবনের পশ্চিম জোনে কয়রার মরাকাগা খালে বনদস্যু আলিফ বাহিনীর সঙ্গে কোস্টগার্ড সদস্যদের শনিবার রাতে বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় ২০টি দেশি-বিদেশি অস্ত্র, ৩১০ রাউন্ড গুলি ও দুটি নৌকাসহ অপহৃত এক জেলেকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড সূত্র জানায়, মুক্তিপণ দাবিতে আলিফ বাহিনী মরাকাগা খালে জেলেদের জিম্মি করে রেখেছে এমন খবরে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযান টের পেয়ে দস্যুরা গুলি ছুড়লে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। রাত ১টা থেকে গতকাল ভোর ৫টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একপর্যায়ে দস্যুরা পিছু হটলে ঘটনাস্থল থেকে চারটি একনালা বন্দুক, ৬টি এলজি রাইফেল, ৫টি পাইপগান ও ৫টি ওয়ান শুটারগান ও ৩১০ রাউন্ড গুলি জব্দ করা হয়। উদ্ধার করা হয়েছে দুটি নৌকা, মালামালসহ অপহৃত এক জেলেকে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কোস্টগার্ড।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.