আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিমন্ত্রীকে হুমকির অভিযোগে যুবক গ্রেফ

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহাবুবুর রহমানকে ১০ লাখ টাকা চাঁদার দাবি ও হত্যার হুমকির অভিযোগে মো. তুহিন মীরা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পানিসম্পদ প্রতিমন্ত্রীর মৌখিক অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে তাকে পটুয়াখালীর শান্তিবাগের বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি রেকর্ডের পর পুলিশ সুপারের নির্দেশে সদর থানার এসআই মেহেদী হাসান বাদী হয়ে তুহিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এদিকে তুহিনের বাবা শহিদুল ইসলাম মীরা মোবাইল ফোনে জানান, তার ছেলে একজন ব্যবসায়ী। গত সোমবার ত্রাণ মন্ত্রণালয়ের আহ্বানকৃত সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে একটি টেন্ডারে সে অংশগ্রহণ করে। পানিসম্পদ প্রতিমন্ত্রীর লোকজন ওই টেন্ডার জোর করে নিয়ে যায়। টেন্ডার জোরপূর্বক নেওয়ার বিষয়টি মন্ত্রীকে অবহিত করতে সে তার কাছে ফোন করে। এতে সে ক্ষুব্ধ হয় এবং তুহিনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকি প্রদানের মামলা দায়ের করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.