গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ জানিয়েছেন, অক্টোবরের শুরুতে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় থ্রিজি সেবা চালু করা হবে। নভেম্বরে ঢাকা জেলার অন্যান্য অংশ, নারায়ণগঞ্জ ও গাজীপুরে তা সম্প্রসারিত হবে। ডিসেম্বরে সাত বিভাগীয় শহরে গ্রামীণফোনের থ্রিজি সেবা চালু করা সম্ভব হবে। আর ২০১৪ সালের মার্চের মধ্যে সব জেলার গ্রাহকরা থ্রিজি সেবা পাবে। বর্তমান গ্রাহকরা সিম পরিবর্তন না করেই এ সুবিধা নিতে পারবে। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিবেক সুদ বলেন, গ্রামীণফোনে থ্রিজির মাধ্যমে হাইস্পিড ইন্টারনেট, লাইভ টিভি, লাইফস্টাইল অ্যাপলিকেশন, ভিডিও কল, মুভি স্ট্রিম, অনলাইন লাইভ গেমসহ নানা সুবিধা ভোগ করতে পারবে গ্রাহকরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।