আমাদের কথা খুঁজে নিন

   

আশুগঞ্জের ৪৭ প্রাথমিক স্কুলে শিক্ষকদের তù

প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধির দাবিতে আশুগঞ্জের ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষকরা। এতে বন্ধ হয়ে গেছে ওইসব বিদ্যালয়ের প্রায় ১৯ হাজার শিক্ষার্থীর পাঠদান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে এর আগে ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। আশুগঞ্জ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাছরিন শিক্ষকদের কর্মবিরতির কথা স্বীকার করে বলেন, ক্লাস নেওয়ার জন্য বলা হলেও শিক্ষকরা তা না শুনে শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। অনেক শিক্ষক আন্দোলনে যোগ দিতে চলে গেছেন ঢাকায়। শিক্ষকরা জানান, 'আমাদের ১২ দফা দাবি সরকার মেনে না নেওয়ায় গতকাল থেকে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে তালা লাগানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.