আফগানিস্তানের কারাগারে থাকা ৮৮ বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ সিদ্ধান্তে ওয়াশিংটনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমেরিকা মনে করছে, সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক থাকার দায়ে আটক হওয়া এসব বন্দীদের মুক্তি দেওয়াটা আফগানিস্তানের জন্য আরও বিপজ্জনক হবে। গত বৃহস্পতিবার ওই ৮৮ বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয় কাবুল। এর পরই উদ্বেগ জানায় আমেরিকা। তবে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, বাগরাম বিমান ঘাঁটিতে আমেরিকান সেনাদের হাতে আটক ৮৮ কয়েদির মধ্যে ৭২ জনের বিরুদ্ধে যথাযথ প্রমাণ নেই। আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি আটক ওই ৮৮ জনকে বিপজ্জনক অপরাধী হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, 'সন্ত্রাসীদের' সঙ্গে ওই ৮৮ জন বন্দীর যোগাযোগ থাকার শক্তিশালী প্রমাণ রয়েছে আমেরিকার হাতে। তিনি দাবি করেন, ৬০ জন কোয়ালিশন সেনা ও ৫৭ জন আফগান সেনা হত্যার সঙ্গে ওই বন্দীরা জড়িত ছিলেন। আল-জাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।