গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি আনসার ক্যাম্পের হামলা চালিয়ে রাইফেল লুট করে ভেঙে আগুনে পুড়িয়েছে শ্রমিকরা। আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে টানা অসন্তোষের আন্দোলনেরর মধ্যে এ হামলার ঘটনা ঘটল। উদ্ভুত পরিস্থিতিতে শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় শ্রমিকদের হামলায় আহত হয়েছেন ক্যাম্পের অন্তত ৫ আনসার সদস্য।
আহত ক্যাম্প কমান্ডার আপন মোল্লা (৩২), আনসার সদস্য মো. রোকনুজ্জামান (৩০), আবু রায়হান (২৫), শেখর কুমার (২৭) ও মাহালমকে (২৫) স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাইপাস এলাকায় কলোসাস অ্যাপারেলস কারখানার পাশে আনসার ক্যাম্পে হামলা করে উচ্ছৃংখল শ্রমিকরা। এ সময় তারা ক্যাম্প থেকে আটটি রাইফেল ও ১৩৫ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় এবং এরপর কলোসাল গার্মেন্টের সামনের রাস্তার ওপর অবস্থান নেয়। সেখানে চারটি রাইফেল ভেঙে আগুন ধরিয়ে দেয়া হয়। আর বাকি চারটি পরে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয় বলে নাসির আহমেদ জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।