মাদারীপুর আনসার ব্যাটালিয়নের ৩৫ জন আনসার সদস্য হঠাৎ করে ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিলেও গুরুতর হওয়ায় ২২ জনকে আজ বৃহস্পতিবার ভোর রাতে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমাতে গেলে একের পর এক ডাইরিয়ায় আক্রান্ত হতে থাকে। আনসার ক্যাম্পে তাদের নিজস্ব চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হলেও ২২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পদন্নতির জন্য ৪ সপ্তাহের ট্রেনিং-এ এসে এরা ডাইরিয়ায় আক্রান্ত হয়।
অসুস্থ ছাত্তার মিয়া জানান, রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পরি এর পর থেকেই একে একে আমরা অসুস্থ হয়ে পরি। পরে আমাদের রাতেই মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনসার ব্যাটালিয়নের মাদারীপুর জেলা কমান্ডান্ট ইয়াসিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের খাবার খেয়ে ওরা সবাই অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে রাতের খাবারের ফুড পয়জনিং এর কারনে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় আনসার ব্যাটলিয়ন কর্মকর্তা মেহেদী হাসানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।