আমাদের কথা খুঁজে নিন

   

সাতক্ষীরায় হ্যান্ডকাপ পরা অবস্থায় ওয়ারেন্টভূক্ত আসামীর পলায়ন

সাতক্ষীরার শ্যামনগরে একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী পুলিশের হাতে গ্রপ্তোরের পর হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে গিয়েছে। পরবর্তীতে কয়েক ঘন্টা পর আসামীকে আর গ্রেফতার করা হবে না এই প্রতিশ্রুতি দিয়ে অনুনয় বিনয় করে আসামীর নিকট থেকে পুলিশ হ্যান্ডকাপ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০ টার দিকে ইট ভাটার পাওনা টাকা সংক্রান্ত একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী উপজেলার খানপুর গ্রামের মুজিব মোল্যর ছেলে রাশিদুল ইসলাম বাবু (২৬) কে খানপুর বাসষ্টান্ড থেকে এ,এস,আই আল-মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করে। আসামীকে হ্যান্ডকাপ পরিয়ে মটর সাইকেলে করে শ্যামনগর থানায় নিয়ে আসছিল। এক পর্যায় সে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় মটরসাইকেল থেকে লাফিয়ে পালিয়ে যায়।

 
স্থানীয় মেম্বর শুকর আলী জানান, আসামী রাশিদুলকে না ধরার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় লোক জনের সহযোগিতায় তার কাছ থেকে বেলা ১ টার দিকে হ্যান্ডক্যাপ টি উদ্ধার করা হয়েছে। হাতে সাবান ও তেল মাখিয়ে কৌশলে হাত থেকে হ্যান্ডকাপ খুলে তা পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। এ বিষয় শ্যামনগর থানার এ,এস,আই আল-মামুন বলেন, আসামী ধরে ছিলাম কিন্তু কৌশলে জামা, জুতা মোবাইল ফোন ফেলে পালিয়ে গেছে।
 
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম খাঁন জানান, আমি অন্য একটি অনুষ্ঠানে থাকায় এ বিষয়ে কিছুই জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

 
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.