গ্যাসের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, গ্যাস অফিস ঘেরাও, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। মানিকগঞ্জ নাগরিক সংগ্রাম কমিটির ব্যানারে একের পর এক কর্মসূচি পালন করলেও টনক নড়ছে না কর্র্তৃপক্ষের। যে কোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
জানা যায়, দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ আবাসিক এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে। গ্যাসের অভাবে কোমলমতি শিক্ষার্থীরা না খেয়ে স্কুলে যাচ্ছে।
বাড়ির লোকজন একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে কাটিয়ে দিচ্ছে। কেউ গ্যাসের অভাবে লাকড়ি দিয়ে রান্নার কাজ সেরে নিচ্ছে। স্বল্প আয়ের লোকজন পড়েছে মহাবিপদে। প্রতিনিয়ত গ্যাসকে কেন্দ্র করে পরিবারের মধ্যে কলহ-বিবাদ লেগেই আছে।
সাবেক সরকারি কর্মচারী আবদুল মোন্নাফ জানান, শহরের মধ্যে বাসা থাকার পরও গ্যাসের অভাবে আমি পরিবার নিয়ে গ্রামের বাড়িতে থাকি।
রাতের খাবার শেষে বাসা পাহারা দিতে আবার শহরে চলে আসি। গত ১২ সেপ্টেম্বর মানিগঞ্জে সফরে আসা বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাত দিনের মধ্যে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। গ্যাস নিয়ে আন্দোলন শহর থেকে উপজেলায় গিয়ে ঠেকেছে। শিবালয় উপজেলায় গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ, তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
নাগরিক সংগ্রাম কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম বলেন, অতিসত্বর গ্যাস সমস্যার সমাধান না হলে হরতালসহ কঠিন কর্মসূচি দেওয়া হবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিভিশন কোং লি. মানিকগঞ্জের ম্যানেজার সিরাজুল ইসলাম জানান, আমাদের করার কিছুই নেই। আমরা শুধু গ্যাসের সংযোগ দিই আর বিল আদায় করি। আমাদের লাইনে ৫৮টি শিল্প কারখানা, ১৭টি সিএনজি, ১৪ হাজার আবাসিক গ্রাহক রয়েছেন। এই লাইনে গ্যাসের চাপ নেই বলে আবাসিক গ্রাহকরা গ্যাস পাচ্ছে না। সরকারি নিয়ম অনুসারে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি পাম্পে গ্যাস বিক্রি বন্ধ থাকার নিয়ম থাকলেও অনেক পাম্প-মালিকই তা মানছেন না।
এ প্রসঙ্গে ম্যানেজার সিরাজুল ইসলাম বলেন, এটা দেখা আমাদের দায়িত্ব নয়- জেলা প্রশাসকের কাজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।