আমাদের কথা খুঁজে নিন

   

একজন দেশপ্রেমহীনের আত্মসমালোচনা.।.।.।

রাষ্ট্র যেথায় দ্বিধায় ভোগে, আমরা সেথায় দ্বিধাহীন.........

আমাদের দেশে আ.লীগ বিএনপি ছাড়া আর একটারও দেশ প্রেম নেই। সব শালা বেঈমান। দেশের উন্নয়নের সময় সব গুলার গা জ্বলে। দেশের কোন কোণায় একটা জঙ্গল আসে তা নিয়া কি ক্যাচাল শুরু !!! শালার নেমক হারাম জাতি। আরে বেটা এই সব ঝোপ জঙ্গল দিয়া কি হবে! শুধু শুধু জায়গা নষ্ট।

দেশে মানুষ বাড়তাসে এইটা দেইখাও আক্কল হয় না। নিজে থাকার জায়গা পাবি কিনা তাঁর নাই ঠিক কি রয়েল বেঙ্গল বাঁচাবে। আর রয়্যাল বেঙ্গল বাঁচিয়ে করবিটা কি!!!!! এইটার পেটে যাবি!?!? হিংস্র জানোয়ারের জন্য এতো প্রেম আসে কথা থেকে???!! বুঝস না কেন আজকে বিদ্যুৎকেন্দ্র হলে দেশ ডেমু ট্রেনের গতিতে এগিয়ে যাবে। আয়ুব খাঁতো মংলা পোর্ট করেই দিয়েছে ভবিষ্যতে এখানে বিশাল ইপিজেড করা যাবে। মিল কারখানা গড়ে উঠবে।

মানুষের কর্মসংস্থান হবে। নগর হবে। সবাই উঁচু ইমারতে থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এখানে অত্যাধুনিক স্যাটেলাইট টাউন গড়ে উঠবে। জিয়ার আদর্শের বিনোদন উদ্যান গড়ে উঠবে।

এইসব গাছপালা, ঝোপজঙ্গল থাকলে কি সে সব আর সম্ভব!! নাহ শালা আমরা আসলেই নেমক হারাম জাতি!! নিজেদের উন্নতি কি করে হবে আমাদের যদি আমরা জন্তু জানোয়ারের জন্য পীরিত দেখাই। আরে এসব জীব জন্ত তো তোরা চিরিয়াখানায়ও দেখতে পারবি খুব বেশী হলে জাদুঘরে!!!!! নাহ কিচ্ছু হবে না এই বেঈমান জাতির। উৎসর্গঃ সে সকল দেশপ্রেমিকদের!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.