মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।
ইতোমধ্যে রামপাল লং মার্চ নিয়ে নানান রকমের অপপ্রচার শুরু হয়ে গেছে । কে সিগারেট খাইলো না খাইলো, কে গান গাইলো, ডোল কেন বাজাবে ইত্যাদি নানান বিষয়াদি নিয়ে অপপ্রচার শুরু হয়েছে ।
একজন মেয়ের সিগারেট খাওয়ার ছবির প্রসঙ্গে অনেকেই নানান রকমের মন্তব্য শুরু করে দিয়েছেন । তাদের জ্ঞাতার্থে- আপনার অনুভূতিতে বিষয়টা লেগেছে সেটা বোঝা যায় । আপনি নিজেই ভেবে দেখুন আপনার ভিতরের হাজার বছরের নারী বৈষম্য, নারী সমন্ধে যে বাজে রকমের চিন্তা ভাবনা বসত করে আছে তা তো আর মিথ্যা নয় । নারীকে সুরসুরির উপদান হিসাবেই দেখার যাদের অভ্যাস, তাদের মগজে বিষয়টা দৃষ্টিকটু লাগবেই ।
বেশকয়েকদিন যাবত লোডশেডিং এর মাত্রা ভয়ানক ভাবেই শুরু হয়েছে ।
সকাল বিকাল আর রাতের যে প্রচলিত রুটিন মাফিক লোডশেডিং, তা কয়েকদিন যাবত রুটিনহীন ভাবে শুরু হয়েছে ।
সরকার বোঝাতে চাইছে বাংলাদেশে বিদ্যুতের দরকার আছে । দেশের বৃহৎ জনগোষ্ঠিকে লোডশেডিং এর মায়াজালে বন্দী করতে চাইলেই লং মার্চ আর সরকার চালবাজি ঢাকা পরে যাবে ব্যাপারটা এমন নয় । সংখ্যাগরিষ্ঠ জনগন লং মার্চের পক্ষে ।
রামপালে বিদ্যুৎ কেন্দ্রের ফলে সুন্দরবন দক্ষিনাঞ্চল সহ বাংলাদেশে কি ধরনের ক্ষতির সম্মুখীন হবে তা সবার নিকট পরিষ্কার ।
তাই মিথ্যা গুজব রটিয়ে জনগনের ভিতর লং মার্চ নিয়ে বিরূপ প্রক্রিয়া তৈরী করতে পারবে না ।
নিউজ মিডিয়া নিরপেক্ষতার দোহাই দিয়ে লং মার্চ নিয়ে নিউজ প্রচার করে যাচ্ছে বটে । কিন্তু নিউজ মিডিয়ারা কি আসলেই নিরপেক্ষতার প্রমান দিচ্ছে ? তাদের লং মার্চ নিয়ে সাদা মাটা নিউজ দায়সারা দায়সারা ভাব দেখলেই বোঝা যায় নিরপেক্ষতা কোন জায়গায় ?
প্রধানমন্ত্রীর বিদেশ সফর শিরোনাম, বার বার প্রচার ফলোআপ ইত্যাদি কি পক্ষতার প্রমান করে না ? নিউজ দর বলে একটা কথা আছে, কোন নিউজে কতো দর উঠলো । কোন নিউজে কত পাবে আর ফয়দা হবে । এই তো ।
নিরপেক্ষতার তকমা লাগিয়ে তারা যা করছে বা দেখাচ্ছে তা সরকারের পক্ষে । দেশের বিপক্ষে ।
নিউজ দর টর হিসাব কষে লং মার্চের নিউজ প্রচার সাদামাটা করলেও জনগন কিন্তু লং মার্চের উপর চোখ রাখছে ।
অপপ্রচার, পক্ষতা, লোডশেডিং দিলেই জনগন সরকারের পক্ষে থাকবে এমনটা ভাবা অনর্থক ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।