ছায়াপ্রেম-রৌদ্রময় আর শীতল বহ্নিপ্রণয়
৩১ বছর পেরোলেও হৃদয় কাঁপে না আর
ভাই-বন্ধু প্রিয় অসীম মরে গেলেও নয়
জেনেছি যায় না যাওয়া কোথাও
এই পৃথিবীতেই রয়ে যেতে হয় জীবিত বা মৃত
ভয় পেয়ে পেয়ে যায় না বাঁচা, এখানে
হাসতে হাসতে মরে যেতে হয়, মিশে যেতে হয়
মিলে যেতে হয়
ব্যবসায় সভা ছাড়া হয় না নাচন,
আহা আলোর নাচন ~
এখানে দারুন শীত, গভীর নীল
গান গেয়ে গেয়ে হয় বহ্নি প্রণয়
চোখে চোখ রেখে হয় প্রগাঢ় প্রণয়
গান গেয়ে গেয়ে কাটুক সময়, গানে গানে
নক্ষত্র থেকে নক্ষত্রে জীবনানন্দ হাসে
জীবন আনন্দে ভেসে ভেসে চলে,
পাখি দূঃখ কিছু নয়
এখানে শূণ্য হৃদয়ে, শূণ্য মগজে, শূণ্য চিন্তার জয়
শূণ্যের হাতে প্রাণ দিতে হয়, শূণ্য হাতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।