আমাদের কথা খুঁজে নিন

   

একজন এক্সট্রিম লেভেলের ফেসবুক এডিক্টেড ও ভালোবাসা [ফেসবুক vs ভালোবাসা]

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন।। আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে

আমি হাটছিলাম…আর?? তোমার কথা ভাবছিলাম?? না…না… তোমার কথা ভাবছিলাম না… আমি ফেসবুক চালাচ্ছিলাম…!!! আচ্ছা যাও রাতে শুয়ে শুয়ে চিন্তা করব তোমার কথা!! ওহো… শুয়ে শুয়ে ফেসবুক চালানোটাও যে অনেক আগের অভ্যাস আমার!! শুনো… বাসে বসে,রিক্সায় বসে,লেকের পাড়ে দাড়িয়ে,লিফট দিয়ে উপরে উঠার সময় বা নিচে নামার সময়,লাইব্রেরীতে বসেও কিন্তু তোমার কথা ভাবতে পারব নাহ…!! ভাবছ কেনো?? ইয়ে মানে…!!! এই সময়গুলোতেও আমি ফেসবুক নিয়ে ব্যাস্ত থাকি!! কী করি বলো?? তোমাকে নিয়ে ভাবার সময়ই যে পাচ্ছি না…!!! পেয়েছি!! ইউরেকা!! ইউরেকা!! উমমম…!! তোমাকে নিয়ে ভাবব আমি চোখ দুটি বন্ধ করে…!! মানে ঘুমের মাঝেই তোমাকে নিয়ে ভাবব আমি… হ্যা, ঠিক ধরেছো… আমি স্ব্প্ন দেখব তোমায় নিয়ে… কিউট কিউট স্বপ্ন দেখব… অনেক অনেক স্বপ্ন দেখব… একটা প্রশ্নো করি?? ইয়ে মানে! রাগ করো না প্লিজ…!!! আচ্ছা স্বপ্ন দেখার ফাকে ফাকে স্বপ্নের মাঝেই ফেসবুক চালালে তোমার বিশেষ কোনো প্রবলেম হবে?? আচ্ছা থাক… রাগ করো না… স্বপ্নের মাঝে ফেসবুক আসবে না… প্রমিজ!! বাই দ্যা ওয়ে… তোমার ভেবে দেখা কী শেষ হয়েছে?? প্রপোজ করার পর কিন্তু ২৪ ঘন্টা পার হয়েছে?? তুমি কি " মি টু" বলবে?? নাকি এই ফেসবুক এডিক্টেডটার উপর তোমার কফির মগটা ছুড়ে দিয়ে বলবে " বাগার অফ!!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.