রংপুরে বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের মধ্যে সরবরাহ না করে তা কেজি দরে বিক্রি করা হচ্ছে। গত এক বছরে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার পথে ১৭ হাজার কপি বই আটক করা হয়েছে। এই বই শুধু বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই বিক্রি করা হয়নি। শিক্ষা কর্মকর্তার দফতর থেকেও বিক্রি করা হয়েছে। এসব ঘটনায় শিক্ষা অফিসের এক কর্মচারী ও সহকারী শিক্ষকসহ পাঁচজনকে আটক করা হয়। মামলা হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষা কর্মকর্তা রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বই বিক্রির সত্যতা নিশ্চিত করে বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরাই কেজি দরে পাঠ্যবই বিক্রি করছেন। কেউ ধরা পড়ছে কেউ পড়েনি। আবার ধরা পড়ার পর মামলা হলেও অজ্ঞাত কারণে তারা রয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।