বেচা বিক্রি হচ্ছে বঙ্গোপসাগর ! মাত্র ৫ থেকে ৭ লাখ টাকার বিনিময়ে যে কেউ হতে পারছে বঙ্গোপসাগরের একটি নির্দিষ্ট অংশের 'গর্বিত মালিক'। অবিশ্বাস্য হলেও বেশ কয়েক বছর ধরে চলছে বঙ্গোপসাগর বিকিকিনি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় থেকে কেউ কেউ বঙ্গোপসাগরে অবৈধ দখল ও উচ্ছেদের নেতৃত্ব দিচ্ছে। প্রভাবশালীদের দখল- বেদখলের ফলে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে নিরীহ জেলেরা।
এ প্রসঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, 'সাগর সরকারি সম্পত্তি। বাংলাদেশের জেলেরা সাগর থেকে মৎস্য আহরণ করবে এটাই নিয়ম। কিন্তু কেউ সাগর জবরদখল করে রাখলে তা হবে বেআইনি।'
এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, 'সাগর কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবরদখল করে বিক্রি বা লিজ দেওয়ার ক্ষমতা রাখে না। এ কাজের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।' সাগরের দখলস্বত্ব বিক্রি ও লিজের সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল বলেন, 'অনেক আগে থেকে বঙ্গোপসাগরে এ প্রথা চালু রয়েছে। বর্তমানে সাগরে হাজারের ওপরে দখলদার রয়েছে।' বঙ্গোপসাগরের জেলে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা কঙ্বাজার, মহেশখালী, কুতুবদিয়া, আনোয়ারা, বাঁশখালী, পতেঙ্গা, কাট্টলী এবং সীতাকুণ্ড উপকূলীয় এলাকায়সহ বঙ্গোপসাগরের বিশাল একটি অংশ জোর করে দখলে রেখেছে হাজারের অধিক প্রভাবশালী ব্যক্তি। তারা সমুদ্রে বিশেষ ধরনের চিহ্ন 'ফার' (ফাঁদ) দিয়ে দখল করে তা বেচা বিক্রি করছে। দখলকৃত নির্দিষ্ট এলাকা ৫ থেকে ৭ লাখ টাকা দরে মৌখিক বা স্ট্যাম্পের মাধ্যমে জেলেদের কাছে বিক্রি করছে। যেসব জেলে টাকার অভাবে দখলি স্বত্ব কিনতে পারে না, তারা তিন মাসের জন্য নির্দিষ্ট একটি এলাকা লিজ নিয়ে মাছ ধরে। আর যারা দখলি স্বত্ব কিনতে বা লিজ নিতে ব্যর্থ হয় তারা ভর মৌসুমেও বেকার বসে থাকতে হয়। আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মৎস্যজীবী নুরুল ইসলাম বলেন, সমুদ্রে তিন নৌকা সমপরিমাণ জায়গার (এক ফার থেকে আরেক ফার সাম্পান দিয়ে যেতে লাগে ৩০ মিনিট) বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ লাখ টাকায়। যেসব জেলের দখল স্বত্ব নেই তাদের সমুদ্রের দখলদারদের ওপর নির্ভরশীল হতে হয়। এ ক্ষেত্রে জেলেরা তিন মাসের জন্য নির্দিষ্ট এলাকা লিজ নেন। লিজের জন্য ইলিশ মৌসুমে তিন মাসের জন্য ৫০ হাজার টাকা এবং বছরের অন্যান্য মৌসুমে তিন মাসের জন্য ১৫ হাজার টাকা হারে ভাড়া দিতে হয়। যার দখল নেই বা লিজ নিতে পারে না ভরা মৌসুমেও তাকে বেকার বসে থাকতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক জেলে বলেন, সমুদ্র দখল-বেখল নিয়ে প্রায় সময় সংঘাতের ঘটনা ঘটে। এমনকি দখল-বেদখলকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে। এসব ঘটনায় মাঝেমধ্যে থানায় দুই একটি মামলা হলেও পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় ধামাচাপা দেওয়া হয় ওই মামলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।