আমাদের কথা খুঁজে নিন

   

আমার নামটি তাবিজ বানিয়ে গলায় ঝুলাও



আমার নামটি তাবিজ বানিয়ে গলায় ঝুলাও ______________________________________ আমার নামটি তাবিজ বানিয়ে গলায় ঝুলাও__দেখবে, ভালো লাগবে __আমার নিশ্বাসের সুঘ্রাণ পেলে জীবনের সকল দুঃখ ভুলে যাবে তুমি তুমি একবার চোখে চোখ রাখে__দেখবে যত ক্রোধ কমে যাবে টেরই পাবেনা কখন আমাকেই গেছো তুমি চুমি। এ নামে আমার যাদু আছে__আমি হৃদয়ঘটিত রোগের জন্য এক মহৌষধ তোমাকে দুফোটা শুভ্র জল দেবো__তাতেই শান্ত হবে তুমি আবার তা থেকেই মন্ত্র বলে ফলে উঠবে ফল__বৃক্ষশোভিত হবে বনভূমি তোমার চেতনায় জন্ম হবে এক শাশ্বত সুন্দর পুলকিত বোধ। এই দেখো __আমার হাতে যাদু আছে__ হাতে হাত রাখো দেখবে নিমিষেই তোমার রক্তে স্পন্দন এসে গেছে__হৃদয় উঠছে নেড়ে ভালোবাসার জন্য কে যেনো আসছে তেড়ে আপনাই যেনো মেতেছো__আবহমান এক নীল নীল উৎসবে। আমাকে চুম্বন করো__দেখবে তোমার রক্তে চেতনায় বোধে আমার সত্তা শরবতের সাথে মিশে গিয়ে একটি মালটি স্বাদের হয়ে গেছে কবিতা। ০১.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.