নিজের দুই মেয়েকে ভারতে নিয়ে দালালের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে যশোরে নার্গিস বেগম (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মেয়ে সাথীর (১৮) অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের ঘোপ এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাথীর অভিযোগ, প্রায় এক বছর আগে তার মা তাকে ও তার বোন সুমীকে নিয়ে ভারতে যায়। সেখানে গিয়ে মুম্বাই শহরে দালালের কাছে দুজনকে বিক্রি করে দেয়। পরে ভারতীয় পুলিশ তাকে উদ্ধার করলেও এখনও খোঁজ মেলেনি ছোট বোন সুমীর।
৪ মাস আগে মানবাধিকার সংস্থা রাইটস, যশোরের মাধ্যমে সাথী দেশে ফিরে আসেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, নার্গিসের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর কাজের কথা বলে দুই মেয়েকে নিয়ে তিনি ভারত যান। সেখানে দালালদের কাছে নিজের মেয়েদের বিক্রি করে দেন। উদ্ধার হওয়া মেয়ে সাথীর অভিযোগের ভিত্তিতে মা নার্গিসকে আটক করা হয়েছে।
তবে নার্গিস বেগম মেয়ের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি যশোরের বিসিক এলাকায় বাসাবাড়ির কাজ করে সংসার চালান।
তার দুই মেয়ে কীভাবে পাচার হয়েছে সেটা তার জানা নেই। মেয়ে হারানোর পর থেকে তিনি দিন-রাত তাদের খুঁজে বেড়াচ্ছেন।
নার্গিস বেগম যশোরের মণিরামপুর উপজেলার বড়দিয়া গ্রামের জাফর আলীর মেয়ে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।