আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু -পিটার কিং

জীবনটা সুখী ই হতো যদি না পরীক্ষার ঝামেলাটা থাকত !

তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু। কথাটি বলেছে আমেরিকার মহান (?) এক কংগ্রেসম্যান পিটার কিং। প্রথমেই বাংলাদেশীদের জানা প্রয়োজন ওই পিটার কিং লোকটি কে? এবং তারপর ইতিহাসের আলোকে বুঝতে হবে সে কেন ওই ধরনের বক্তব্য প্রদান করছে? পিটার কিং সমন্ধে বিস্তারিত জানতে হলে ক্লিক করুন। তবে যাদের ব্লগিং করার অভ্যাস নেই তাদের জন্য সংক্ষিপ্তভাবে তার পরিচয় তুলে ধরা হচ্ছে। সে হচ্ছে আমেরিকার সবচেয়ে কুখ্যাত এবং ঘৃণিত আইন হোমল্যান্ড সিকুইরিটির জাতীয় কমিটির সদস্য এবং ওই সাব কমিটির সভাপতি।

সে হচ্ছে নিউইয়র্কের দ্বিতীয় ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান। সকল আমেরিকাবাসী মুসলমানদের কাছে সে হচ্ছে সবচেয়ে ঘৃণিত ইসলাম বিদ্বেষী কংগ্রেসম্যান। জনশ্রুতি রয়েছে যে, তার এলাকাতে কোনো মুসলমান থাকে না অথবা থাকতে দেয়া হয় না। ইহুদী তথা ইসরাইলের জন্য রয়েছে তার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ। ইসরাইলের যে কোনো ধরনের পদক্ষেপ তা যত অমানবিক কিংবা নিকৃষ্ট হোক না কেন, তার পক্ষে সেই প্রথম আমেরিকার পক্ষ হয়ে বক্তব্য প্রদান করবে।

খোদ আমেরিকানদের ধারণা আমেরিকার কংগ্রেসম্যান হওয়া সত্ত্বেও তার আনুগত্যতা আমেরিকার চেয়ে ইসরাইলের প্রতি অনেক বেশি। এখন আসা যাক কেন সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ওই কথাটুকু বলেছে? ইতিহাস সাক্ষী, মাতাল ইয়াহিয়াখান কিসিঞ্জারের পরামর্শে পূর্ব পাকিস্তানের মুসলমানদের উপর আক্রমণ করার কারণে পাকিস্তান ধ্বংস হয়েছে। সাদ্দাম হোসেন রামসফেল্ডের পরামর্শ অনুযায়ী কুয়েত দখল করে ইরাককে ধ্বংস করেছে এবং নিজেও ফাঁসিতে ঝুলেছে। আমেরিকার সিআইএ আমাদের দেশের তৃণমূল পর্যায়ে নিজস¦ টিম পাঠিয়ে সরাসরি গণসংযোগের মাধ্যমে যাচাই করে দেখেছে যে, এদেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। তাই বর্তমান প্রধানমন্ত্রীকে কুবুদ্ধি, কুপরামর্শ ও অসৎ সাহস যুগিয়ে যদি একটি ইলেকশন করানো যায় তবেই গৃহযুদ্ধ বাঁধানো পানির মতো সহজ কাজ হবে।

এদিকে পিটার কিংয়ের অকৃত্রিম দোস্ত সউদী ওহাবী রাজা এদেশে ওহাবী হুযূরদেরকে দিয়ে প্রচুর পরিমাণ আত্মঘাতী বোমারু ইতোমধ্যেই তৈরি করছে বলে ধারণা করা যায়। যারা ঝাঁপিয়ে পড়বে জান বাজি রেখে ভুয়া ইলেকশনের ফলাফল বানচাল করতে। পাকিস্তানের জন্য কিসিঞ্জার এবং ইরাকের জন্য রামসফেল্ড যে দায়িত্ব পালন করেছে পিটার কিং আমাদের দেশ ধ্বংসের জন্য হুবহু ওই একই দায়িত্ব পালন করছে। তাই দুঃখে পড়ে অনেকের মতো আমাকেও কবি হতে হচ্ছে- “হায়রে আখেরী যামানার মূর্খ নেতা মুসলমান, কবে হবি তুই বুদ্ধিমান?”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।