আমাদের কথা খুঁজে নিন

   

পাবলিক বাসে থ্যাংক ইউ এক্সপেরিমেন্ট



গতকাল পাবলিক বাসে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। এক্সপেরিমেন্টের আইডিয়াটি পেয়েছিলাম এক বন্ধুর কাছ থেকে। বন্ধুটি বলেছিল বাসে কেউ জুতায় বা প্যান্টে পাড়া দিলে ঝগড়াঝাটি না করে 'থ্যাংক ইউ' বলতে। তাহলে লোকটি লজ্জা পেয়ে নিজেকে সংশোধন করে নেবে। বৃষ্টিভেজা কর্দমাক্ত দিনে বাসে উঠে আমিও শিকারের অপেক্ষায় থাকলাম।

ধাপ ১: একদম পেছনে একটি সীট ফাকা পেয়েও বসলাম না। বসলে তো এক্সপেরিমেন্ট হবে না। ধাপ ২: নতুন পেসেন্জার বাসে উঠলেই খুব সাবধানে আমার গায়ে তাদের পা লাগানোর চেষ্টা শুরু করলাম। অবশেষে একটা উস্কোখুস্কো টাইপের লোক আমার ফাঁদে পা দিল । আমি শিকার হাতে পেয়ে আনন্দে গদগদ হয়ে বললাম- "ভাই থ্যাংক ইউ।

" লোকটি আমার এমন খুশি হবার কারণ না বুঝতে পেরে বলল- "ক্যান কি হইছে?" আমি প্যান্টের কাদা দেখিয়ে বললাম- "এই যে কাদা মাখিয়ে দিলেন। " : তো থ্যাংক ইউ এর কি আছে? : না এমনি। আপনি আমার প্যান্ট নষ্ট করে দিলেন । বিষয়টা আমার কাছে ভাল লাগল। তাই থ্যাংক ইউ।

লোকটি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি আরও খুশি হয়ে বললাম- "থ্যাংক ইউ ভেরি মাচ। " লোকটি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে বেশ বিরক্তস্বরে জিজ্ঞেস করল- "ভাই আপনার বাসা কোথায়?" : পাবনা। : ওহ। তাইলে ঠিকই আছে।

: :-| মন্তব্য: সবসময় সব এক্সপেরিমেন্ট করা ঠিক না। :-|

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.