কেউ আমায় দুঃখ দিলেও কষ্ট পাই না, কারন দুঃখের সাথেই এখন আমার বসবাস। প্রতি নিয়তই হয় বাসর, আমার দুঃখ প্রেয়সীর সাথে।
আঃ হাই মাষ্টার, বর্তমানে তিনি কুড়িগ্রামের বুরুঙ্গামারীর উপজেলার চেয়ারম্যান। ভাবছেন এরজন্য আবার ব্লগে লিখে জানাতে হয়? হে জানানোর বিষয় আছে বলেই লিখছি। একজন এমপি (সংসদ সদস্য) যতগুলো ভোটার নিয়ে কিংবা যতগুলো কেন্দ্রের মাধ্যমে নির্বাচন করেন একজন উপজেলার চেয়ারম্যানও ঠিক ততগুলোর ভোটার কিংবা কেন্দ্র নিয়ে নির্বাচিত হয়ে থাকেন।
যেমনি হয়েছেন আঃ হািই মাষ্টার। আমি স্বশ্রদ্ধ সালাম ও অভিনন্দ জানাই এই জন প্রতিনিধিকে। কারন গতকাল রাতে বিটিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে বিরাবরের মতো হানিফ সংকেত যা দেখিয়েছেন তাতে অবাক হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। আমি ঠিক তখনই চিন্তা করেছি সামুতে একটি ছোট পোষ্ট দিব। উনার বিষয়ে উল্লেখযোগ্যভাবে বর্ননা করার মতো বিষয় হলো, তিনি ভোরবেলা রাস্তাঘাট পরিচ্ছন্ন বাহিনির সাথে বের হয়ে ঠিক তাদেরমতো করে করেই নিজ হাতে রাস্তাঘাট পরিচ্ছন্নতায় লেগেযান শুধু তাই নয় রাস্তার ভাঙ্গাচুড়াও শ্রমিকদের সাথে মিশে নিজ হাতে তাদের সাথে মেরামত করেন এমনকি নর্দমার ড্রেনে নিজে নেমে নর্দমার ময়লা উপরে উঠাচ্ছেন।
ভাবতে পারেন এইগুলো লোক দেখানো। অসম্ভব কথা, এলাকার জনগন যা বলেছেন হানিফ সংকেতের কাছে তাতে মিথ্যা হতে পারে না। তা ছাড়া আমি আমার কারখানার বুরুঙ্গামারীর কিছু শ্রমিকদের সাথে কলা বলে জেনেছি ঘটনা যা দেখিয়েছেন সম্পূর্ণ সত্যি। এমনকি তিনি যেখানেই থাকে সে তার দাপ্তরিক কাজকর্মও করে থাকেন। তাতে এলাকার সর্ব সাধারন লোকজন তাকে অসাধারন বলে আখ্যা দিয়েছেন।
আর জনাব আঃ হাই মাষ্টার নিজেই বলেছেন যারা এলিট পার্সন (সমাজের স্বনামধন্য ব্যাক্তি) তারা আঃ হাই মাষ্টার সাহেবকে পাগল বলে আখ্যা দিয়ে থাকেন। উনি যদি সত্যি পাগল হয়ে থাকেন তাহলে বলব যত রাজনৈতিক ব্যক্তি আছেন তারা সকলে যেন আঃ হাই মাষ্টারের মতো পাগল হয়ে যান। সেই সাথে দেশের সকল মানুষও যেন এইরূপ পাগল হয়ে যান। তাহলে দেশমাতা সত্যি একজন গর্ভিত দেশ মাতা হয়ে যাবে। সেই সাথে আমাদের এই দেশ পৃথিবীর স্রেষ্ঠ দেশ হতে সর্বোচ্চ ৩-৫ বছর সময় লাগবে।
দেশটা হয়ে যাবে স্বর্গের ন্যা। আমি উনাকে সামনে পেলে উনার পদদূলী আমার গায়ে মেখে নিজেকে ধন্য করতাম। আমি উনার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করব। যেন উনি দীর্ঘজীবি হন, দীর্ঘদিন দেশমাতার সেবা করতে পারেন। সেই সাথে সকল বুরুঙ্গামারীর ভোটার এবং সর্বসাধারনকে অনুরুধ করব উনাকে যেন সামনে এমপি হিসেবে নির্বাচিত করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।