আমাদের কথা খুঁজে নিন

   

কথামালা- ৮

এসো নীপবনে
কথামালা- ৮ এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বোধনহীন। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো।

তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা।

তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো। - মন খারাপ? - হু - অবশ্য মন খারাপ হওয়ারই কথা - আচ্ছা আমি কি মানুষ নই? - আপনি একটু বেশি মানুষ - মানে? - আপনার উপর অন্য সবার চেয়ে বেশি ভরসা করা যায় - তাই বুঝি আমার ছুটি নেই? - আপনাকে সবাই কিন্তু খুব পছন্দ করে - আমার ফ্যামিলি এই ছুটির জন্য অপেক্ষা করছিলো হলো না আমার জন্য সবাইকে তাড়াতাড়ি ফিরতে হবে - আমিও ছুটি ক্যানসেল করেছি - কেনো? - আমার তো আর গ্রামের বাড়ি যেতে হয় না।

- ও - আরেকটা কারণ আছে - কি? - না থাক আসলে আপনি ছুটি নিয়েছিলেন দেখাদেখি আমিও নিয়েছিলাম - তো? অপূর্ব মনে মনে বললো- আপনি ছুটি পেলেন না যে ওই দিন না এলে দুদিন পর আপনার সাথে দেখা হবে। - অনেকেই ঢাকার বাইরে যাচ্ছে, অফিস ফাঁকা হয়ে যাচ্ছে - হাঃ হাঃ হাঃ আপনি তো পুরাই পাগল। ছুটি পেয়েও কেউ ছুটি ক্যানসেল করে? - (শুধু আপনার জন্য এইটুকু লিখে পোস্ট করতে পারলো না, শেষে লিখলো) যাচ্ছেন কবে? - কাল সন্ধ্যায় - ট্রেনে নিশ্চয়ই - হুম - জানেন আমি না আজ পর্যন্ত ট্রেনে উঠিনি - বলেন কী? - আসলে এই ঢাকা ছেড়ে আর কোনো শহরে যাওয়া হয়নি আমার - কোথায়ও না? - কেবল কক্সবাজার গিয়েছিলাম সেও বহু আগে - ট্রেনে অনেক মজা সবাই মিলে গল্প করতে করতে যাওয়া যায়। (আপনাদের গ্রামে লিখেও মুছতে হলো) - ট্রেনে কোথায়ও, ট্রেনে উঠে বসবো, যেখানে নিয়ে যায় - বাহ মজা তো! - হু, চিন্তাই করি, করা হয়ে উঠে না। - আমাকে এখন যেতে হবে - কোথায়? - কাল যাচ্ছি, ব্যাগ গোছাতে হবে না? - ও, হ্যাঁ তাই তো - বাই - বাই।

কথামালা- ৭ কথামালা- ৬ কথামালা- ৫ কথামালা- ৪ কথামালা- ৩ কথামালা- ২ কথামালা- ১
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।