আমাদের কথা খুঁজে নিন

   

হল-মার্কের দখলে থাকা খাসজমি উদ্ধারে অভিযান চলছে

সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হল-মার্ক গ্রুপের মূল শিল্পপার্ক এলাকায় সরকারি খাসজমি উদ্ধার অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একটি বুলডোজার দিয়ে হল-মার্কের রাইট ফ্যাশনস ভবনের আংশিক ভাঙার মধ্য দিয়ে এই উদ্ধারকাজ শুরু হয়।

ঢাকা জেলা প্রশাসন পরিচালিত এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। ২০১২ সালে কারখানাটির উদ্বোধন করেছিলেন সোনালী ব্যাংকের তত্কালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হুমায়ুন কবীর।

সাভারের সহকারী কমিশনার (ভূমি) মো. লিয়াকত আলী জানান, আজ হল-মার্কের দখলে থাকা পাঁচ একর (সাড়ে ১৫ বিঘা) খাসজমি সরকারের হেফাজতে নেওয়া হবে। হল-মার্ক গ্রুপ অবৈধভাবে এই জমির ওপরে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছিল।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.