আমাদের কথা খুঁজে নিন

   

এ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষঃ

আমি ঋতুপর্ণ ঘোষের খুব বেশি মুভি দেখি নাই। তবে যে কয়েকটা দেখেছি, তার মধ্যে " নৌকাডুবি " বেস্ট/ অসাধারন মেকিং। যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনার ফ্রেম বন্ধি। অদ্ভুত এক আবেশ। মোহিত হয়েছি পুরো সময় ধরে।

এতো সুন্দর সিনেমাটোগ্রাফি । গল্পের প্রতিটা দৃশ্য যেন রবীন্দ্রনাথের জল ছাপের এক ছোঁয়া। গল্পের কৌতূহলটা হয়ে উঠেছে মনোবিকলনমূলক। ঘটনা-গ্রন্থন হয়ে পড়েছে গৌণ। তাই অস্বাভাবিক অবস্থায় মনের রহস্য সন্ধান করে নায়ক-নায়িকার জীবনে প্রকাণ্ড একটা ভুলের দম লাগিয়ে দেওয়া হয়েছিল —অত্যন্ত নিষ্ঠুর কিন্তু ঔৎসুক্যজনক।

রমেশ, কমলা, হেমনলিনী, নলিণাক্ষ। এর সাথে "তরী আমার হঠাৎ ডুবে যায়" কিংবা ‘খেলাঘর বাঁধতে লেগেছি’-র মত গানকে চমৎকারভাবে ব্যবহার করা হয়েছে। গানের এতটাই আবেগ যেন হারিয়ে যাওয়া মনের আনন্দ টুকুন আবারও স্পষ্ট হয়ে উঠে প্রগার ভাবে। অদেখা, অচেনা ভালবাসার বন্ধনযে কতো গভীর, কতো মজবুত " নৌকাডুবি" তার জ্বলজ্বল উদাহরন। স্বামীর সম্বন্ধের নিত্যতা নিয়ে যে সংস্কার আমাদের দেশের সাধারণ মেয়েদের মনে তার মূল এত গভীর , এতটাই নিগুর ।

এ যেন আবহমান শাশ্বত হাজারো বাঙ্গালি নারীর "নৌকাডুবি" । গানে গানে যে ভালবাসার তরী ডুবে যায় হঠাত । অজ্ঞাত ভালবাসার পথে পা বাড়ায় অগাত জলে, খেলার ছলে ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.