বাংলাদেশ শিল্পকলা একডেমির নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের উদ্যোগে ৮ জানুয়ারি শুরু হওয়া এ চলচ্চিত্র উৎসব চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
প্রতিদিন সন্ধ্যা ছয়টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
৮ জানুয়ারি একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ১০ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
১০ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হয় ‘শিল্পী’।
শিল্পকলা একাডেমি সূত্রে জানা যায়, পরবর্তী প্রদর্শনীগুলোতে ৯ জানুয়ারি ‘সবার উপরে’, ১০ জানুয়ারি ‘সাগরিকা’, ১১ জানুয়ারি ‘পথে হলো দেরি’, ১২ জানুয়ারি ‘সপ্তপদী’, ১৩ জানুয়ারি ‘একটি রাত’, ১৪ জানুয়ারি ‘হারানো সুর’, ১৫ জানুয়ারি ‘সাঁঝের প্রদীপ’, ১৬ জানুয়ারি ‘সাড়ে চুয়াত্তর’ এবং ১৭ জানুয়ায়ি ‘ওরা থাকে ওধারে’ প্রদর্শিত হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।