আমাদের কথা খুঁজে নিন

   

জাবি উপাচার্যের ফের ক্ষমা প্রার্থনা

আন্দোলনকারী শিক্ষকদের 'হারামজাদা' বলে গালমন্দ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। পরে শিক্ষকদের তোপের মুখে তিনি ক্ষমাপ্রার্থনা করেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক আলোচনা সভায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানা যায়, বেলা দেড়টার দিকে প্রশাসনিক ভবনে শিক্ষকদের সঙ্গে এক আলোচনায় উপাচার্য প্যানেল নির্বাচনের বিষয়ে শিক্ষকদের তোপের মুখে পড়েন উপাচার্য। এক পর্যায়ে কিছু না বলে কার্যালয় থেকে বের হয়ে শিক্ষকদের 'হারামজাদারা কী করছে' বলে গালমন্দ করেন তিনি।

বেলা ২টার দিকে উপাচার্য তার কার্যালয়ে এলে আন্দোলনকারী শিক্ষকদের কেন উপাচার্য 'হারামজাদা' বলছেন তা জানতে চান শিক্ষকরা। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ উদ্দিন তার সামনে উপাচার্য শিক্ষকদের 'হারামজাদা' বলেছেন বলে দাবি করেন। সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী বলেন, তিনি আমাদের কোনো কথার জবাব না দিতে পেরে গালি দিতে দিতে কক্ষ ত্যাগ করেন। এ বিষয়টি প্রথমে উপাচার্য অস্বীকার করলেও বিকাল ৩টার দিকে হারামজাদা বলার জন্য শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান বলে জানান আন্দোলনকারী শিক্ষকরা। এ সময় শিক্ষক ফোরামের সদস্যসচিব অধ্যাপক কামরুল আহছান উপাচার্যকে উদ্দেশ করে বলেন, টালবাহানা না করে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করে এখান থেকে বিদায় নিয়ে এই বিশ্ববিদ্যালয়কে বাঁচান। এ ছাড়া শিক্ষক ফোরাম ও শিক্ষক সমিতির নেতৃস্থানীয়রা উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করার জোর দাবি জানান। পরে উপাচার্য রাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে উপাচার্য প্যানেল নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আন্দোলনকারী শিক্ষকদের জানিয়ে নিজ কার্যালয় ত্যাগ করেন। এ ব্যাপারে জানতে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও উপাচার্যকে পাওয়া যায়নি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.