আগামী ২৩ মার্চ নির্বাচনে জেলার ৪টি উপজেলায়ই ভোটযুদ্ধ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীরা খুবই ব্যস্ত। ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন রাজাপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মনিরউজ্জামান মনির। জানা গেছে, বড়ইয়া ইউপির টানা তিনবারের চেয়ারম্যান অধ্যক্ষ মনির দীর্ঘদিন ধরে রাজনীতি করলেও তার কোনো প্রতিপক্ষ নেই। পেশায় শিক্ষক এই মানুষটি সর্বস্তরের মানুষের কাছে আদর্শ। গতকাল সন্ধ্যায় রাজাপুর সদরের মধ্যবাজার এলাকায় উঠান বৈঠক হয়। এতে বক্তব্য দেন অধ্যক্ষ মনিরউজ্জামান মনির, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম মনিরুজ্জামান মনির প্রমুখ। অপরদিকে উপজেলার পশ্চিম ইন্দ পাশা খানবাড়িতে অপর উঠান বৈঠকে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদল সভাপতি আলহাজ নাসিম উদ্দিন আকন, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন্নাহার প্রমুখ।
বেলকুচিতে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির তৃণমূল নেতারা সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা এন্তাজ আলী প্রামাণিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাকী খাতুনকে সমর্থন দিয়েছে।
মেঘনায় আতঙ্ক : কুমিল্লার মেঘনা উপজেলা মেঘনা নদীবেষ্টিত হওয়ায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড মোতায়েনের দাবি করেছেন প্রার্থীরা। চেয়ারম্যান প্রার্থী ফারুক আব্বাসী বলেন, এলাকায় প্রতিদিন নতুন নতুন চেহারার লোকজনের আনাগোনা দেখা যাচ্ছে। আরেক চেয়ারম্যান প্রার্থী রমিজউদ্দিন লন্ডনী বলেন, আমার কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। অপর চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে আমার কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছে। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদা ঝর্ণা নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী এমএম মিজানুর রহমান বলেন, নির্বাচনের আগেই যেভাবে হুমকি-ধামকি শুরু হয়েছে তাতে আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দিহান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।