আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়মিত পরিদর্শনের জন্য ইরানের পরমাণু স্থাপনা উন্মুক্ত করে দেওয়া হবে বলে ঐকমত্যে পেঁৗছেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইরান। নিষেধাজ্ঞা সীমিত করার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করা-সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে। তেহরান ও পশ্চিমা শক্তিগুলো রবিবার এ খবর নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ওবামা এ অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানালেও চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে তেহরানকে সতর্ক করে দিয়েছেন। চুক্তির শর্ত মোতাবেক এ সময়সীমার মধ্যে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত এবং ইতোমধ্যে সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের ২০ শতাংশ অকার্যকর করবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেন, এ চুক্তি বাস্তবায়নের সময় থেকে তেহরানের ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করা উচিত। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।