আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনে ঐকমত্য

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়মিত পরিদর্শনের জন্য ইরানের পরমাণু স্থাপনা উন্মুক্ত করে দেওয়া হবে বলে ঐকমত্যে পেঁৗছেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইরান। নিষেধাজ্ঞা সীমিত করার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করা-সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে। তেহরান ও পশ্চিমা শক্তিগুলো রবিবার এ খবর নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ওবামা এ অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানালেও চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে তেহরানকে সতর্ক করে দিয়েছেন। চুক্তির শর্ত মোতাবেক এ সময়সীমার মধ্যে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত এবং ইতোমধ্যে সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের ২০ শতাংশ অকার্যকর করবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেন, এ চুক্তি বাস্তবায়নের সময় থেকে তেহরানের ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করা উচিত। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.