আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থী মহাজোট সরকারের পাঁচ বছরে অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছেন তাদের বিরুদ্ধে নির্বাচন শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে দুর্নীতি দমন কমিশন-দুদক।
গতকাল দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোনো কোনো প্রার্থী স্বল্প সময়ের মধ্যে অস্বাভাবিকভাবে সম্পদের মালিক হয়েছেন। এসব বিষয় নিয়ে গত শুক্রবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইবি এক বিবৃতির প্রতিক্রিয়ায় এসব কথা বলেন দুদক কমিশনার চুপ্পু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।