অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মহাজোট সরকার রাজস্ব আদায়ে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হলেও করপোরেট কর কমাতে পরিনি। কোম্পানিগুলোর জন্য ৪২ দশমিক ৫ শতাংশ করপোরেট করকে অত্যন্ত দুষ্টু বলে অবহিত করে বলেন, করপোরেট কর আরও কমিয়ে আনা দরকার। আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে, তারা করপোরেট কর কমাবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। গতকাল রাজধানীর রূপসী বাংলা হোটেলে জাতীয় আয়কর দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ আয়কর মেলা : আজ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৭টি বিভাগীয় শহরে শুরু হচ্ছে আয়কর মেলা। বিভাগীয় শহরের বাইরে ৫৪টি জেলা শহরে দুই দিনব্যাপী এবং তিনটি পার্বত্য জেলায় এক দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা হবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে। ঢাকা আয়কর মেলা হবে অফিসার্স ক্লাবে।
সকাল সাড়ে ৯টায় আয়কর মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী। মেলায় করদাতারা তাদের আয়কর রিটার্ন জমা এবং ই-টিআইএন রেজিস্ট্রেশন করতে পারবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।