[পূর্ব প্রকাশের পর]
২৬.উক্ত অধ্যায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ বাক্য কোনটি?
ক. জাএদা কাঁদিয়াছিলেন কিনা, তাহা কেহ লক্ষ্য করে নাই
খ. নারীর অন্তর, বাহির, মতিষ্ক, হৃদয়, সবই দাসী হইয়া পড়িয়াছে
গ. ওরে ফটিক, বাপধন রে! ঘ. আমিনা তেমনি অধোমুখে দাঁড়াইয়া রইল
২৭.কোন কোন শব্দের প্রয়োগে সত্যেন্দ্রনাথ দত্ত অত্যন্ত সুদক্ষ ছিলেন?
ক. আরবি ও ফরাসি খ. ফারসি ও আরবি গ. উর্দু ও আরবি ঘ. উর্দু ও ফারসি
২৮.'বাংলাদেশের জনগণ কাকে 'জননী সাহসিকা' অভিধায় অভিষিক্ত করেছেন?
ক. কামিনী রায় খ. সুফিয়া কামাল গ. জাহানারা ইমাম ঘ. বেগম রোকেয়া
২৯.মায়ের চোখ ঝাপসা কেন?
ক. খোকার করুণ অবস্থা দেখে খ. খোকার হাসিমুখ দেখে
গ. নতুন শাড়ি দেখে ঘ. বয়স হওয়ার কারণে
৩০.'সাইফুল্লাহ' বা 'আল্লাহর তরবারি' কার উপাধি ছিল?
ক. খালিদ ইবনে ওয়ালিদ খ. হজরত উমর (রা.)
গ. হজরত আবু বকর (রা.) ঘ. ইবনে সিনা
৩১.'ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়'- এ কথার তাৎপর্য হলো-
র. মানুষ খারাপটাকে গ্রহণ করতে চায় রর. মানুষ কুরুচি দ্বারা সংক্রামিত হয়
ররর. মানুষ কুরুচি দ্বারা উৎসাহিত হয়
কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উদ্দীপক থেকে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
সুখের সঙ্গ ছেড়ে করি দুঃখের সঙ্গে বসবাস-
ইহাই আমার ব্রত হউক, ইহাই আমার অভিলাষ।
পরের দুঃখে কাঁদতে শেখা তাহাই শুধু চরম নয়,
মহৎ দেখে কাঁদতে জানা- তবেই কাঁদা ধন্য হয়।
৩২.উদ্দীপকের বক্তব্য কোন কবিতার ভাববস্তু নির্দেশ করে?
ক. কপোতাক্ষ নদ খ. মাগো ওরা বলে
গ. পরার্থে ঘ. শহিদ স্মরণে[চলবে]
উত্তরমালা : ২৬.খ ২৭.খ ২৮.খ ২৯.ক ৩০.ক ৩১.ঘ ৩২.গ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।