পেটের গ্যাস কমাতে ইনজেকশন দেওয়ার পর পর অচেতন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল খুলনা মহানগরীর স্কুলছাত্রী সাদিয়া সোয়াইদা তাজিয়া (১১)। সে নগরীর সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। তাজিয়ার বাবা শহীদুল হোসেনের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে। জানা গেছে, রবিবার রাতে পেটে ব্যথার কারণে তাজিয়াকে নগরীর নার্গিস মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি করা হয়। পরীক্ষার পর চিকিৎসকরা তাজিয়ার পেটে অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশনের আগে কেবিনে থাকা অবস্থায় রাসানা নামের এক নার্স তাজিয়ার হাতে ইনজেকশন পুশ করলে সে অচেতন হয়ে পড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।