পটুয়াখালীতে স্কুল শিক্ষক খুন হয়েছেন। জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। অপরদিকে বগুড়ার দুপচাঁচিয়ায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে চা দোকানিকে।
পটুয়াখালী : জমি-জমার বিরোধের জেরে পটুয়াখালীর বাউফলে একই বাড়ির দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষক হরি জীবন চন্দ্র দাস (৫৫) নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনার পর জড়িত সন্দেহে শিব শঙ্কর দাস, সুনির্মল দাস ও সুব্রত দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বাউফল থানার অফিসার ইনচার্জ নরেশ চন্দ কর্মকার বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া : দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নের আটগ্রাম কালকাতলা বাজার এলাকার চা দোকানি বিনছের প্রামাণিক চেরু (৩৬) খুন হয়েছেন। সোমবার ভোরে বাড়ির পাশে ইউক্যালিপটাস বাগান থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। তদন্ত করলেই প্রকৃত ঘটনাটি বের হয়ে আসবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।