আমাদের কথা খুঁজে নিন

   

চীনে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশকে চীন শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে। জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ প্রস্তাব দেন। তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের ৯৫ ভাগ পণ্যের ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হবে। এর ফলে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান, ভারত, বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে ইকোনমিক করিডর চালুর ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আগামী মাসেই বৈঠকের আয়োজন করা হবে। তিনি প্রধানমন্ত্রীকে চীন সফরের প্রস্তাব দেন এবং প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়ে আগামী মাসেই সফরের আগ্রহ প্রকাশ করেন। চীনে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পেলে তা হবে এক বড় অর্জন। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে যে বিশাল বৈষম্য বিরাজ করছে এ সুবিধা তা কমিয়ে আনারও সুযোগ সৃষ্টি করবে। তবে এ বৈষম্য কতটা কমিয়ে আনা সম্ভব হবে তা নির্ভর করবে কোন কোন পণ্যের ক্ষেত্রে চীন শুল্কমুক্ত সুবিধা দেবে তার ওপর। চীনে বাংলাদেশের যেসব পণ্য রপ্তানির সুযোগ রয়েছে, সে ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হলে বাংলাদেশের রপ্তানি কয়েকগুণ বাড়ানো সম্ভব হবে। এ মুহূর্তে বাংলাদেশের আমদানি বাণিজ্যে প্রথম স্থানে রয়েছে চীন। বাংলাদেশি পণ্যের রপ্তানি কয়েকগুণ বাড়ানোর পরও এক্ষেত্রে ভারসাম্য থাকবে চীনের দিকে। চীন বাংলাদেশি পণ্যকে বিশেষ সুবিধা দিলে বাংলাদেশের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক নিবিড় হবে। সম্পর্কের বহুমুখিতা চীনকেও সমানভাবে লাভবান করবে। চীন, ভারত, মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক করিডর খোলার যে প্রয়াস চলছে তাও একটি উৎসাহব্যঞ্জক ঘটনা। এর ফলে চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক যেমন বাড়বে তেমন তা বহুপাক্ষিক সহযোগিতার সুযোগও সৃষ্টি করবে। এশিয়ার এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টিতেও তা অবদান রাখবে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহ্যেরই অংশ। হাজার বছর আগেও চীনের সঙ্গে বাংলাদেশের নানা ক্ষেত্রে সম্পর্ক ছিল। বঙ্গবন্ধুর চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হয়। আমাদের বিশ্বাস, বিশ্বের শীর্ষ অর্থনীতির পথে ধাববান এ অঞ্চলের দুটি দেশ চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সমৃদ্ধির চাবিকাঠি বলে বিবেচিত হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.