লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে এবং পাবনায় যুবদলের দুই কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সাতক্ষীরায় গৃহবধুকে পানি চুবিয়ে হত্যা করেছে স্বামী। এ ছাড়া নোয়াখালী, নাটোর ও নওগাঁয় নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুর : রামগঞ্জের করপাড়া গ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতা বাহার হোসেনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। করপাড়া গ্রামের কৃষ্ণ দিঘির পাড়ে সোমবার রাতে এ ঘটনা ঘটে। বাহার করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ও পূর্ব করপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।
পাবনা : ঈশ্বরদীর আরামবাড়িয়াতে যুবদল কর্মী আবদুল বারিকে (৩৬) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আরামবাড়িয়া বাজারে সোমবার রাত ৯টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। আবদুল বারি আরামবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী ১৫ জনকে আসামি করে মামলা করেছেন। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
নোয়াখালী : বেগমগঞ্জের রঞ্জনবিবি এলাকার একটি ভাড়া বাসা থেকে সোমবার রাতে গৃহবধূ রেহানা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রেহানা একই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
নাটোর : সদর উপজেলার ছোটহরিশপুর এলাকায় রাস্তার পাশ থেকে গতকাল এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ছোটহরিশপুরের কাশিয়াবাড়ি ব্রিজের পাশে এক পথচারী পত্রিকায় মোড়ানো নবজাতকের লাশ দেখে থানায় খবর দেয়।
নওগাঁ : মহাদেবপুরের বিষনাথপুর গ্রামে একটি মাঠ থেকে গতকাল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা সকালে মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখে পুলিশে জানায়।
সাতক্ষীরা : তালা উপজেলার মাদ্রা গ্রামে এক ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রী সন্ধ্যা রানীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল এ ঘটনার পর পুলিশ নিহতের স্বামী নিরাপদ মন্ডলকে গ্রেপ্তার করেছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা গেছে, বিষয়টি স্থানীয় লোকজনরে মাধ্যমে জানতে পেরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তালা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।